জুমার দিন পবিত্রতা সম্পর্কে যা বলেছেন বিশ্বনবি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ১২:২৬

যে তিনটি ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করা ফরজ, তন্মধ্যে নামাজ একটি। পবিত্রতা প্রসঙ্গে হাদিসের বিখ্যাত গ্রন্থ ইবনে মাজাহ ও তিরমিজিতে এসেছে- ‘পবিত্রতা নামাজের চাবি। তাকবির নামাজের বাইরে সব হালাল কাজ হারামকারী। আর সালাম ফেরানো তার নামাজের বাইরের সব হালাল কাজ হালালকারী।’ নামাজের জন্য শারীরিক, মানসিক ও আত্মিক পবিত্রতা খুবই জরুরি। প্রশান্ত হৃদয়ে সুন্দর পরিবেশে উত্তম অবয়বে নামাজ পড়ার মর্যাদাও অনেক বেশি।


বিশেষ করে জুমার দিন নামাজের জন্য পবিত্রতার উদ্দেশ্যে অজু, গোসল, সুগন্ধি ও উত্তম পোশাক পরাসহ মেসওয়াক ও তৈল ব্যবহার করার প্রতি দিকনির্দেশনা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি। জুমার নামাজে পবিত্রতা ও পরিচ্ছন্নতা সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনায় এসেছে- ১. হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা বলেছেন, ‘লোকজন তাদের বাড়ি-ঘর থেকে এবং মদিনার উপকণ্ঠ থেকে জুমার নামাজ আদায় করতে আসতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us