যে কোনও খবরের কাগজে ‘নিরুদ্দেশের সন্ধানে’ কলামে দেখা যায় একের পর এক হারিয়ে যাওয়া মানুষের নাম, ঠিকানা, ছবি। কেবল মানুষ নয়, পোষা জীবজন্তুদের হারিয়ে যাওয়ার খবরও শোনা যায় মাঝেমধ্যেই। কিন্তু তা বলে একটা আস্ত ঘরই হাপিস হয়ে যেতে পারে কখনও? তাও একটা প্রাসাদের মাঝমধ্যিখান থেকে? শুনে নেওয়া যাক তেমনই এক ঘটনা।
প্রাশিয়ার ‘অ্যাম্বার রুম’-কে বলা হত পৃথিবীর অষ্টম আশ্চর্য। বলা হত ততদিনই, যতদিন তা উধাও হয়ে যায়নি। হ্যাঁ, প্রাসাদের মধ্যে থেকেই হারিয়ে গিয়েছিল গোটা ‘অ্যাম্বার রুম’। তাও আবার প্রাশিয়ার কোনও প্রাসাদ নয়, রাশিয়ার একটি প্রাসাদের ভেতর থেকে। আর সেই যে গেল, তার আর কোনও খোঁজই মিলল না এতদিনেও। কি, সব গুলিয়ে যাচ্ছে তো? ভাবছেন তো, প্রাসাদের মধ্যে থেকে একটি ঘর হারিয় যায় কী করে, আর এক দেশের প্রাসাদের একটি ঘর আরেক দেশে যায়ই বা কীভাবে? তাহলে খুলেই বলি।