আমরাও পারব, আজ না হলে কাল

আজকের পত্রিকা ড. সুব্রত বোস প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ২১:১৬

আমরাও পারব, তবে সত্য একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সুন্দর পিচাই, গুগলের সিইও। এক ট্রিলিয়ন ডলারের কোম্পানি। সত্য নাদেলা, মাইক্রোসফটের সিইও। মার্কেট ভ্যালু মোটামুটি একই রকম। এক ট্রিলিয়ন ডলার। শান্তনুর নারায়ণ, সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির সিইও। অরভিন্দ কৃষ্ণা, আইবিএমের। আইবিএম হলো বিশ্বের অন্যতম সফটওয়্যার এবং প্রযুক্তি পরামর্শক কোম্পানি। সঞ্জয় মেরোতা মাইক্রোনের; নিকেশ ওরোরা পালো, আলটোর; জয়শ্রী উল্লাল আরিশটা নেটওয়ার্কের। প্রযুক্তি বা পরামর্শক কোম্পানিতে ভারতীয় সিইওদের এই তালিকা অনেক দীর্ঘ। সম্প্রতি এই তালিকায় যোগ হয়েছেন আরও একজন। টুইটারের সিইও পরাগ আগরওয়াল। এর আগে পেপসির ছিলেন সিইও ইন্দিরা নুয়ই, ম্যানেজমেন্ট কনসালটিং কোম্পানি ম্যাকেঞ্জির সিইও ছিলেন রজত গুপ্ত। টেকনোলজি থেকে পরামর্শক–বহুজাতিক কোম্পানিগুলো বছরের পর বছর ধরে ভারতীয় পেশাজীবীদের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। বহুজাতিক কোম্পানিগুলোর বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ভারতীয়রা। বিশ্বের বিভিন্ন দেশে একই চিত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us