সেদিনও হতবাক হয়েছিলাম, একজন মন্ত্রী এভাবে বক্তৃতা করেন: কাজী হায়াৎ

প্রথম আলো প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ২০:২০

নায়িকা মাহিয়া মাহিকে কেন্দ্র করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে ঢালিউড তারকা মামনুন ইমনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। গত রোববার রাত থেকেই দেশের এটি আলোচিত একটি ঘটনা। এর আগে দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা মৌসুমীকে নিয়েও এই প্রতিমন্ত্রী কটূক্তি করেছেন। এসব নজরে এসেছে বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের। সাম্প্রতিক সব ইস্যুতে আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা হয় তাঁর—


সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে চলচ্চিত্রের অনেকের দেখা হয়েছে। আপনার সঙ্গে কোনো দেখা–সাক্ষাৎ হয়েছে কি?


আমার পরিচালিত ‘বীর’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে ঢাকা ক্লাবের একটি অনুষ্ঠানে মুরাদ হাসান এসেছিলেন। ওই অনুষ্ঠানে আলমগীর, ফারুকও ছিলেন। সেই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন মন্ত্রী মহোদয়। তাঁর সেদিনের সেই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম, হতবাক হয়েছিলাম। একজন মন্ত্রী এভাবে বক্তৃতা করেন! তিনি চলে যাওয়ার পর আমার নিকটজন অনেককে বলেছিলাম, এই লোকটাকে পাগল মনে হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us