মাশরাফি পরবর্তী যুগে বাংলাদেশের পেস আক্রমণ এলোমেলো হয়ে পড়েছে। মুস্তাফিজুর রহমান টেস্ট খেলছেন না। এই ফরম্যাটে তিনি কার্যকরও নন। বাকিদের মাঝে তাসকিনের ওপর দল নিশ্চিন্তে নির্ভর করতে পারে। কিন্তু আর কেউই দলকে সাফল্য এনে দিতে পারছে না। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে পেসাররা তো উইকেট নিতেই ভুলে গিয়েছিল।
এমতাবস্থায় বাংলাদেশের পেসারদের 'কমনসেন্স' নিয়ে প্রশ্ন তুললেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 'পেসাররা কবে উইকেট পাবে?'- এমন প্রশ্নের জবাবে এক সময়ের মিডিয়াম পেসার খালেদ মাহমুদ বলেন, 'এটা যেদিন আল্লাহ দেয়। এ ছাড়া আর কী বলব। প্রচুর অনুশীলন করে, ৬ ফুট লম্বা, ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করে। কিন্তু কোচ তো কাউকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। এটা কমন সেন্সের বিষয়।