নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে এখন একটাই খাদ্য। লোকমুখে এখন এই খাদ্যটিই একেবারে শীর্ষে অবস্থান করছে। আট থেকে আশির ঠোঁটে শুধু এরই নাম-- পিৎজা। সেই পিৎজাকে স্বীকৃতি জানাল গুগল।
২০০৭ সালে আজকের দিনে ইউনেসকো এই খাদ্যটিকে বিশ্বের আবহমান খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকার করে নিয়েছিল। এ বছরে সেই দিনটির স্মরণে গুগল এক কাণ্ড ঘটাল। তারা একটা ডুডল দিয়ে বিশ্বের এই পিৎজা-সংস্কৃতিকে সম্মান জানাল। শুধু ডুডল নয়, তারা পিৎজা স্লাইসিং গেমও আনল। এর ফলে পাঠকের অংশগ্রহণ আরও বাড়বে।