নিউজিল্যান্ডের মাটিতে গত ২০ বছরে ৩২টি ম্যাচ খেলেলেও একটিও জয় নেই বাংলাদেশের। এই হতাশা সঙ্গী করেই আগামী ৯ ডিসেম্বর সকালে আরও একবার নিউজিল্যান্ড সফর যাচ্ছে মুমিনুলরা। খেলা হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। কিউই কন্ডিশনে সীমিত ওভারের ক্রিকেটে লড়াইয়ের ঝাঁজ তুললেও টেস্টে বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেনি বাংলাদেশ। মুমিনুলের দল কি পারবে সেই ইতিহাস বদলাতে? সেজন্য দলের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবলু মনে করছেন, নিউজিল্যান্ডে ভালো করতে তাসকিন আহমেদকেই বাড়তি দায়িত্ব নিতে হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলেছে ১৫টি। এর মধ্যে তাদের ডেড়ায় হয়েছে ৯টি। এই ৯ ম্যাচের মধ্যে আবার ৫টিতে হেরেছে ইনিংস ব্যবধানে। সর্বশেষ ২০১৯ সালের সফরে দুই টেস্টের দুটিতেও ইনিংস ব্যবধানে হেরেছে। এবারের প্রত্যাশা কী? ফিল্ডিং কোচ মিজানুর রহমান বলেছেন, ‘আমরা সবাই জানি ওখানে (নিউজিল্যান্ড) পেস বান্ধব উইকেট থাকে। আমরা সেরা পেস ইউনিট নিয়ে ওখানে যাচ্ছি। তাসকিন, এবাদত- ডে বাই ডে উন্নতি করছে। শরিফুলও ভালো অবস্থায় আছে। আশা করি, নিউজিল্যান্ডে ভালো করবে ছেলেরা।’