কেনিয়ায় একটি বাস বন্যার পানির স্রোতের তোড়ে নদীতে পড়ে গেলে পানিতে ডুবে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বাসটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, এনজিও নদীর একটি সেতুতে স্রোতের মধ্যে বাস চালিয়ে নেওয়ার চেষ্টার সময় তা পড়ে যায়। রাজধানী নাইরোবি থেকে ২০০ কিলোমিটার পূর্বে এই ঘটনা ঘটেছে।
একটি গির্জার কইর সদস্যদের পরিবহনের জন্য বাসটি ভাড়া করা হয়েছিল।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই রাস্তাটি বাস চালকের পরিচিত না। সেতুটি সম্পর্কেও তিনি জানতেন না। মৃতদের মধ্যে চার জন শিশু রয়েছে। অন্তত ১২ জনকে উদ্ধার করা হয়েছে।