দেওয়াল লিখন লেখা হয়ে গিয়েছিল দ্বিতীয় দিনই। তৃতীয় দিন তা আরও পরিষ্কার হল। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে বড় রান তুললেন বিরাট কোহলীরা। তার পরে বল হাতে কামাল করলেন রবিচন্দ্রন অশ্বিন। তার ফলে তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ১৪০। ভারতের জয়ের জন্য দরকার আর মাত্র ৫ উইকেট।
তৃতীয় দিনের শুরু থেকে দ্রুত গতিতে রান তোলা শুরু করেন ভারতের দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পুজারা। প্রথম ইনিংসে দেড়শোর পরে দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন ময়াঙ্ক। ৬২ রানের মাথায় আউট হন তিনি। পুজারা করেন ৪৭।