১. আঁকিয়ে কামরুল হাসান পটুয়া হিসেবে বহুল পরিচিত। শহুরে শিল্পীর গ্রামীণ নাম ধারণের সংস্কৃতি সম্পর্কে সম্মক জ্ঞান ছাড়াই গণমানসে এই মূর্তি প্রতিষ্ঠা পেয়েছে। যা জরুরি, তা এই শিল্পীর সার্বিক মূল্যায়ন। কামরুলের অনন্য ব্যক্তিত্ব, তার রেখানির্ভর ছবির অভিব্যক্তিময়তা, জাতীয় সংগ্রামে শামিল হয়ে সমাজ পরিবর্তনে তার ভূমিকা এসবই সাংস্কৃতিক অঙ্গনে তাকে তারকাখ্যাতি দিয়েছে। অথচ তার মৃত্যুর তেত্রিশ বছর পরও এমন কোনো প্রদর্শনীর আয়োজন করা সম্ভব হয়নি, যার মধ্য দিয়ে তার শিল্পী-সত্তার সামগ্রিক একটি চেহারা জনসমক্ষে হাজির করা যায়।