ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনে শিক্ষক–শিক্ষার্থীরা করেছেন নানা রকম আয়োজন। কী না ঘটেছে এই ১০০ বছরে? সেসব সাফল্য ও অর্জনের ফুলে ঝুলি সাজিয়ে তৈরি করা হয়েছে শতবর্ষ উদ্যাপনী নাটক, তথ্যচিত্র ও গান। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা, গণ–অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, সামরিক শাসন, স্বৈরাচারী শাসন, যুদ্ধাপরাধের বিচারসহ নানা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় অবদান। শিক্ষা ও গবেষণায়ও রয়েছে নানা রকম সাফল্য।