চিঠিপ্রেরক বা বার্তাবাহক হিসেবে পায়রাকে কাজে লাগানোর ঐতিহ্য দীর্ঘদিন ধরে চালু ছিল। প্রায় সব দেশেই তা দেখা যেত। চরবৃত্তির জন্য এখনো অনেক দেশ এই প্রথাকে ব্যবহার করে থাকে। এখন এক ক্লিকেই বার্তা পৌঁছে যাচ্ছে সংশ্লিষ্ট দফতর বা ব্যক্তির কাছে। নেটমাধ্যমের দৌলতে এখন ইমেইল, হোয়াটসঅ্যাপ-এর মতো অনেক আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করে থাকি। ফলে পায়রা দিয়ে বার্তা পাঠানোর বিষয়টি যেন এখন একটা গল্পকথার মতো হয়ে দাঁড়িয়েছে।