স্বপ্নের হাওর প্রিয় গ্রাম

ঢাকা টাইমস রফিকুল ইসলাম প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩

২০১৮ সালের নির্বাচনী অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমাত্রিক কর্ম নির্দেশনায় 'আমার শহর আমার গ্রাম' প্রকল্পটি উজ্জ্বলভাবে দৃশ্যমান হচ্ছে। গ্রামনির্ভর অর্থনীতির মহাপরিকল্পনায় আধুনিক ও নতুন বাংলাদেশ তৈরির মহাব্রতে সরকার সারাদেশের মতো হাওরাঞ্চলেও যে উন্নয়নমূলক কর্মকান্ড সম্প্রসারণ করছে অর্থাৎ সময়ের গতিপ্রবাহে সুষ্ঠু ও সমন্বিত পরিকল্পনায় উন্নয়নের যেন এক অবিস্মরণীয় অভিযোজন সমৃদ্ধির অপ্রতিরোধ্য কালপর্ব। যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থায় নতুন নতুন সড়ক-মহাসড়ক, অলওয়েদার রোড বা আবুরা সড়ক, সেতু নির্মাণ শুধু দেখতেই চমকপ্রদ নয়, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার নিরাপদ স্বাচ্ছন্দ্য ভ্রমণের এক অসামান্য সফলতা। রাজধানী থেকে দুর্গম হাওরাঞ্চলে যে নিত্যনতুন যোগাযোগ কর্মকৌশল তা উপলব্ধি করে শ্যামল বাংলার সবুজ সমারোহের সঙ্গে একাত্ম যে অনবদ্য আনন্দযোগ সত্যিই এক মুগ্ধতার বিস্ময়। তাছাড়া হাওরের নৈসর্গিক প্রকৃতির শোভাবর্ধনের অবিস্মরণীয় যোগসাজশ নয়নাভিরাম এবং অপূর্ব এক আবেগাচ্ছন্ন অনুভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us