প্রায় আট মাস বন্ধ থাকার পর ঢাকা-বেনাপোল রুটের একমাত্র ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ ফের চালু হয়েছে। তবে সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীদের কয়েকজন। বৃহস্পতিবার ১৮৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে বেনাপোল ছেড়ে যায় আন্তঃনগর ট্রেনটি।বেনাপোল স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, “দুপুরে বেনাপোল রেল স্টেশন থেকে ট্রেনটি ১৮৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।