কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ হত্যাকাণ্ডের আট দিনের মাথায় পুলিশ বলছে, একের পর এক মামলা দিয়ে কাউন্সিলর সোহেল আসামিদের হয়রানি করে আসছিলেন। তাঁদের প্রধান বাধা ছিলেন সোহেল। পথের কাঁটা সরাতেই তাঁকে হত্যা করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা এমন তথ্য দিয়েছেন বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানিয়েছেন।