জনপ্রিয় অভিনেত্রী নূতন বলেছেন, মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘ওরা ১১ জন’ ছবিটি বঙ্গবন্ধুর রক্তাক্ত একখন্ড বাংলাদেশ। ঘৃণ্য পাক হানাদারদের আক্রমণের বিরুদ্ধে বাংলার তরুণরা কিভাবে লড়াই করেছিল তা এই এক ছবি দিয়ে অনুভব করা সম্ভব। তিনি বলেন, ‘ওরা ১১ জন’-এর মতো ছবি নির্মিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উৎসাহ ও সহযোগিতার কারণেই। এই চলচিত্রটির মাধ্যেমে সাধারণ জনগণ বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেখতে পায়। যুগ যুগান্তর ধরে এদেশের ত্রিশলক্ষ শহীদের ত্যাগ ও রক্তাক্ত গৌরবের কথা বলবে এই ছবিটি। ‘ওরা ১১ জন’ ছবির অন্যতম অভিনেত্রী তিনি। বিজয়ের মাসে চ্যানেল আই অনলাইন-এর কাছে বলেছেন ৪৯ বছর আগে মুক্তি পাওয়া সেই ঐতিহাসিক ছবি নিয়ে নিজের অনুভূতি কথা।