স্পিনারদের ঘূর্ণিজাদুতে সহজ জয়ই দেখছিল ভারত। কিন্তু ভিন্ন চিন্তাই ছিল নিউজিল্যান্ডের। শুরু থেকে শেষ পর্যন্ত সবার একাগ্রতা ও ম্যাচ বাঁচানোর আপ্রাণ চেষ্টায় জয়বঞ্চিত হয়েছে স্বাগতিক ভারত। শেষ উইকেট জুটিতে ৮.৪ ওভারের জুটি গড়ে ম্যাচ ড্র করে নিয়েছে কিউইরা।
কানপুরের গ্রিন পার্কে ম্যাচের শেষ দিন নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ২৮০ রান। আর ভারতকে নিতে হতো নয়টি উইকেট। স্পিন সহায়ক উইকেটে ম্যাচ জেতার বদলে উইকেটে পড়ে থেকে ড্রয়ের পরিকল্পনাই করেছিল কিউইরা। শেষ উইকেট জুটির কল্যাণে পরিকল্পনায় সফল হয়েছে তারা।