আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ঢাকা বিভাগে ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।বুধবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে আগামী ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা মোতাবেক তাদের ঢাকা বিভাগে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ক্ষমতা অর্পণ করা হলো।