গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুদকের মামলার পাঁচ আসামিকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেতারা অনেকে বলছেন, ওই পাঁচজনের অপরাধ এখনো প্রমাণ হয়নি। তবে অধিকাংশই বলছেন, দুদকের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
মনোনয়ন পাওয়া ওই পাঁচজনই নিজ নিজ ইউপির বর্তমান চেয়ারম্যান। ধর্মীয় সভার নামে চাল আত্মসাতের মাধ্যমে ২২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় গত ২৬ আগস্ট দুদক ওই ৫ জনসহ ১৯ জনকে আসামি করে এই মামলা করে।