কৃষি সংস্কার আইন বাতিলের ঘোষণা দেওয়ার পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর চাপ অব্যাহত রাখতে লাখ লাখ কৃষক আজও দেশটিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন। শুধুমাত্র চাল এবং গম নয় বরং সব ধরনের উৎপাদিত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে সোমবার কৃষকরা এই গণ-সমাবেশ করেছেন।
এক বছরের বেশি সময় আগে শুরু হওয়া কৃষকদের এই বিক্ষোভ আন্দোলন ভারতের কট্টর হিন্দুত্ববাদী সরকারের জন্য সবচেয়ে গুরুতর রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেকটা আকস্মিকভাবে শুক্রবার কৃষি সংস্কার আইন বাতিলের ঘোষণা দিয়েছেন।