জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হওয়ায় রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ বাড়াবে। তবে সিকিউরিটি কাউন্সিলে রোহিঙ্গা রেজুলেশন পাশ করার ক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখবে না বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক সম্পর্ক’ শীর্ষক এক সেমিনারে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।