বিচারবহির্ভূতভাবে ক্রসফায়ারে হত্যা সমর্থন করে বক্তব্য দেওয়ায় সরকার শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, সংসদে তা জানতে চেয়ে প্রশ্ন করেছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিল পাসের আলোচনায় অংশ নিয়ে সরকারের উদ্দেশ্যে তিনি এই প্রশ্ন করেন।
রুমিন ফারহানা বলেন, 'নিরাপত্তা লাভের অধিকার প্রতিটি নাগরিকের সমান। মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের পর কিছুদিন বিচারবহির্ভূত হত্যা বন্ধ ছিল। এখন আবার সে বর্বরতা শুরু হয়েছে।'
সম্প্রতি শিল্প প্রতিমন্ত্রী এক বক্তব্যে তিনি 'ক্রসফায়ার' সমর্থন করেন বলে জানান। শিল্প প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রুমিন ফারহানা বলেন, 'শিল্প প্রতিমন্ত্রী অন্তত পুরনো গল্প বলেননি। তিনি পরিস্কারভাবে জানিয়েছেন যে তিনি ক্রসফায়ারের পক্ষে।'