দেশে গুগলের অফিস খোলা, পরিচালকসহ অন্যান্য পদে নিয়োগের কথা বলে বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটতে পারে বলে প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন। তানভীর রহমান নামের এক তরুণের বাংলাদেশে গুগলের পরিচালক পদে নিয়োগ ও অফিস চালুর বিষয়ে খোঁজখবর করতে গেলে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে। ওই তরুণ দাবি করেন, তিনি গুগলের বাংলাদেশ অফিসে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রমাণ হিসেবে গুগল থেকে পাওয়া একটি ‘অফার লেটার’ও পাঠিয়েছেন বাংলা ট্রিবিউন-এ। সেটা দেখেও সংশয় প্রকাশ করেছেন এ খাতের অনেক বিশেষজ্ঞ। তারা পরামর্শ দিয়েছেন, চিঠির সত্যতা যাচাই করতে চিঠির কপি গুগলে পাঠাতে হবে।