ফেরি সংকটের কারণে গত ১৯ দিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিন ঘাট এলাকায় দীর্ঘসময় ধরে আটকে থাকছে শত শত গাড়ি। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে এই পথে যাতায়াতকারী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের। তবে, কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তা বলতে পারছেন না কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এই সমস্যা সমাধানে সময় লাগবে।
তিনি বলেছেন, 'এই ফেরি সেক্টরে আমাদের মোট ২২টি ফেরি আছ। ফেরি আমানত শাহ ২৭ অক্টোবর দুর্ঘটনার কবলে পড়ে। আরও ৪টি ফেরি এখন মেরামতে আছে। এখন ১৭টি ফেরি চলছে।'