পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালী। প্রতিষ্ঠার পরে এক দশকেও সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হয়নি। পাঁচটি স্বাস্থ্যসেবাকেন্দ্র থাকলেও চিকিৎসক আছেন মাত্র তিনজন। তাঁরাও গলাচিপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করছেন। ফলে বিচ্ছিন্ন এ উপজেলার সোয়া লাখের মতো মানুষ চিকিৎসাসেবা থেকে প্রায় পুরোপুরি বঞ্চিত। সাধারণ অসুখ-বিসুখে স্বাস্থ্য সহকারী কিংবা গ্রাম্য চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসাসেবা পেলেও, গুরুতর অসুস্থ রোগী ও অন্তঃসত্ত্বাদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। স্পিডবোট ভাড়া করে গলাচিপা, নয়তো কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের নিয়ে যেতে হয়। এতে একদিকে যেমন তাঁদের ব্যয় বাড়ছে, আবার সময়মতো চিকিৎসা না পেয়ে রোগীর জীবন সংকটাপন্নও হচ্ছে।