নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর শিশু রাসেলকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। রাসেল ছিল পরিবারের মধ্যমণি। বাবা-মা ও ভাই-বোনদের আদরের ধন। জিয়াউর রহমান ওই নৃশংস হত্যাযজ্ঞের নেপথ্যের গডফাদার।
বুধবার (১০ নভেম্বর) বিকেলে রংপুর টাউন হল মিলনায়তনে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভাগীয় পর্যায়ে মাসব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।