মঙ্গলবার সিরিয়ায় গেছেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। আলোচনার শেষে সিরিয়া জানিয়েছে, বৈঠক ফলপ্রসূ হয়েছে। আরব আমিরাতও সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়েছে, সিরিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে উঠছে আরবের।
২০১২ সালের আগে সিরিয়া আরব লিগের অংশ ছিল। আরব আমিরাতের সঙ্গে সিরিয়ার সম্পর্কও ছিল ঘনিষ্ট। কিন্তু '১২ সালে সিরিয়ায় বাসার-বিরোধী আন্দোলন শুরু হয়। প্রেসিডেন্ট দাবি করেন, আরব দেশগুলি বিদ্রোহীদের সাহায্য করছে। বাসারের কার্যকলাপ নিয়ে আমিরাতও আপত্তি জানায়। সেই সময় থেকে আমিরাতের সঙ্গে সিরিয়ার কার্যত সম্পর্ক ছিন্ন হয়। দামেস্কে দূতাবাসও বন্ধ করে দেয় আমিরাত।