ধর্মঘট প্রত্যাহারের ‘উপায়’ খুঁজছিলেন ট্রাকমালিকেরা, ‘সুযোগ’ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২১, ১৬:০১

টানা চার দিন ধরে চলছে ট্রাক ও পণ্যবাহী যানবাহনের ধর্মঘট। তিন দফা দাবির কোনোটিই মানেনি সরকার। ধর্মঘট প্রত্যাহার করতে সংগঠনগুলোর সঙ্গে সরকারের পক্ষ থেকে সেভাবে যোগাযোগও করা হয়নি। কিন্তু ধর্মঘট চালিয়ে যাওয়ার মতো অবস্থায়ও নেই এই মালিকেরা। এ জন্য সরকারের সঙ্গে কোনোরকমে একটি বৈঠকের পর কিছু আশ্বাস নিয়ে ধর্মঘট প্রত্যাহারের ‘উপায়’ খুঁজছিলেন তাঁরা। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সুযোগ করে দিয়েছেন।


আজ সোমবার রাতে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রত্যাহার হতে যাচ্ছে পণ্যবাহী যানবাহনের ধর্মঘট। রাত আটটায় পণ্য পরিবহন খাতের মালিক-শ্রমিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসবেন। এরপর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসতে পারে। সে ক্ষেত্রে রাত থেকেই পণ্যবাহী যানবাহন চলাচল শুরু হবে। তবে সারা দেশে খবর পৌঁছানো এবং পুরোদমে চালু হতে কাল সকাল পর্যন্ত লেগে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us