তেলের দাম বাড়ায় গত শুক্রবার থেকে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে মালিক-শ্রমিকরা। শনিবার ও আজ রবিবার (৭ নভেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীর রাস্তায় অফিসগামী ও বসে থাকতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। তারপরও রিকশা ও ব্যক্তিগত গাড়ির চাপে সিগনাল সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের।
ডিজেলের মূল্য বৃদ্ধিতে গণপরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে ঢাকার রাস্তায় গণপরিবহন ছিল শূন্য। বিআরটিসির বাস ছাড়া চলছে না কোনও গণিপরিবহন। এই পরিস্থিতিতেও মৎস্যভবন থেকে কাওরানবাজার মোড়ে আসতে লেগেছে প্রায় ৩০ মিনিট। মোড়ে মোড়ে লেগে ছিল জ্যাম। এমন যানজটের নেপথ্যে প্রধান সড়কগুলোতে রিকশা ও ব্যক্তিগত গাড়িকেই দায়ী করা হচ্ছে।