প্রশ্ন তোলা যেতে পারে, ২০১৯ সালের পর পারফরম্যান্স বিচারে টটেনহাম হটস্পারের কোনো উন্নতি হয়েছে কি?২০১৪ সালে মরিসিও পচেত্তিনো টটেনহামের দায়িত্ব নিয়েছিলেন। টিম শেরউড, আন্দ্রে ভিয়াস বোয়াসের অধীনে যে টটেনহাম নিজেদের হারিয়ে খুঁজছিল, পাঁচ বছরের দীর্ঘ প্রচেষ্টায় সে ক্লাবকে দুর্দান্ত এক দলে রূপান্তরিত করেন পচেত্তিনো। যদিও গর্ব করার মতো কোনো শিরোপা ছিল না, তবু হ্যারি কেইন, হিউং মিন সন, টোবি অল্ডারভেইরেল্ড, ইয়ান ভার্তোনে, মুসা দেম্বেলেদের নিয়ে পচেত্তিনোর খেলানোর সেই ধরন যেকোনো দর্শককে আনন্দ দিত।