দেশের সঙ্কটকালে জাতি যখন দিশেহারা ও বিভাজিত, তখন প্রয়োজন হয় সৎ, যোগ্য, দেশপ্রেমিক, বলিষ্ঠ ও নেতৃত্বের গুণাবলিসম্পন্ন নেতার। যাদের দূরদৃষ্টি ও নিঃস্বার্থ দৃষ্টিভঙ্গি জাতিকে ঐক্যবদ্ধ করে, দেখায় আলোকিত পথের দিশা। যাদের নির্দেশের অপেক্ষায় বসে থাকে লাখো কোটি জনতা। যেমনটি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী, জিয়াউর রহমান প্রমুখ। আমাদের দেশে এখন কি সে উচ্চতর নেতার অভাব আছে? অসংখ্য বীর পুরুষের দেশ আমাদের বাংলাদেশ।