মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী এক নেতাকে না পেয়ে তার মাকে তুলে নিয়ে গেছে জান্তা বাহিনী। ধরতে না পেরে পুড়িয়ে দেওয়া হয়েছে আরেক নেতার বাড়ি। সোমবার (১ নভেম্বর) রাতে দেশটির তানিনথারি অঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি।
মঙ্গলবার (২ নভেম্বর) ডেমোক্র্যাসি মুভমেন্ট স্ট্রাইক কমিটি দাউয়েই নামে স্থানীয় একটি জান্তাবিরোধী সংগঠনের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দাউয়েই এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় গত মার্চে তাদের দুই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে জান্তা সরকার।