কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পর থেকে এ পর্যন্ত ৩৩ দিনে রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে বিভিন্ন অপরাধে ১৭২ জনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার এসব তথ্য জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক। তিনি জানান, ২৯ সেপ্টেম্বর মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১১৪ জন সন্ত্রাসী ও মাদক-চোরাচালানসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।