শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর(এনসিবি) প্রধান হাতিয়ার হলো, তার হোয়াটস অ্যাপ চ্যাট। এনসিবি-র দাবি, এই চ্যাটই দেখিয়ে দিচ্ছে আরিয়ান মাদকাসক্ত। সে নিয়মিত মাদক নেয়। মাদক-ব্যবসায়ীদের সে চেনে। আরিয়ানকে মাদক সরবরাহ করেছে দাবি করে আচিত কুমারকে গ্রেপ্তার করেছে এনসিবি। তাকে জামিন না দেয়ার অনুরোধও জনিয়েছিল তারা।
কিন্তু বিশেষ আদালত তাকে জামিন দিয়েছে এবং জানিয়ে দিয়েছে, হোয়াটস অ্যাপ চ্যাটের ভিত্তিতে এটা বলা যায় না যে, আচিত কুমার মাদক সরবরাহ করেছে। বিচারক তার রায়ে বলেছেন, ''আচিত কুমারের বিরুদ্ধে এনসিবির অভিযোগ, সে আরিয়ানদের মাদক সরবরাহ করেছে। কিন্তু এই অভিযোগের সমর্থনে কোনো নির্দিষ্ট প্রমাণ তারা দিতে পারেনি।'' বিচারক জানিয়েছেন, ''এনসিবি শুধু আরিয়ানের একটা হোয়াটস অ্যাপ চ্যাট দেখিয়েছে। কিন্তু শুধু হোয়টস অ্যাপ চ্যাটের ভিত্তিতে এটা বলা যায় না যে, আচিত কুমার মাদক দিয়েছে আরিয়ান ও আরবাজকে।