সময়ের বৈরিতা দেখেছেন, উপলব্ধি করেছেন দিনযাপনের দীনতা, বিপ্লবে বিপ্লবে মানুষের অধিকার আদায়ের নীরব আর্তনাদ তাকে করেছে আচ্ছন্ন। ছাত্রজীবনের বামপন্থি রাজনীতিক থেকে হয়ে উঠেছেন রাষ্ট্রযন্ত্রের অন্যতম একজন সফল মন্ত্রী। সাধারণ এক থিয়েটারকর্মী থেকে হয়ে উঠেছেন অসাধারণ এক অভিনেতা। তিনি বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর।
নব্বই দশকে বাংলাদেশ টেলিভিশনের সবচেয়ে আলোচিত নাটক ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই তিনি। যে চরিত্রে অভিনয় দর্শক স্বীকৃতি দিয়েছিল রাজপথে নেমে। রাজনীতিবিদ হিসেবেও তিনি সফল। একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। মন্ত্রী হিসেবেও দেখিয়েছেন সফলতা।