বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ ম্যাচ মানেই শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকার পরাজয়ই যেন নিয়তি। বিশ্বকাপের চিরায়ত ‘চোকার্স’ খ্যাত দলটির এবার অবশ্য তীরে এসে তরী ডুবল না। গতকাল শারজায় দারুণ এক থ্রিলার লিখে টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে দ্বিতীয় জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল তেম্বা বাভুমার দল।