জামরুলকে নিয়ে জালাল মিয়ার আহ্লাদের শেষ নাই। আট মাসের জামরুল যখন কেবল আঃ আঃ করতে শিখেছে, তখনই তার মধ্যে প্রতিভার সন্ধান পেয়ে গেল জালাল। স্ত্রীকে ডেকে বলল,
: জামরুলের মা! তোমার ছেলের কারবার দেইখা যাও!
জরিতন রান্না করছিল। রান্নাঘর থেকে উঠানে এসে স্বামীর কাছে জানতে চাইল,
: জামরুল কি আবার আপনের কাপড় ভিজাইয়া দিছে?
: আরে না, এইসব কিছু না।
: তাইলে?
: বড়ই আচানক এক কারবার ঘটাইছে!
: কী কারবার?
: সে আকাশ চিইনা ফেলছে। এই দেখ, দুই হাত উপরের দিকে তুইলা সে কেমন আঃ আঃ করতেছে।
: আপনের যত বুজরকি আলাপ। আঃ আঃ করলেই কেউ আকাশ চিইনা ফেলে ?