পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন রুট হয়ে মাদক প্রবেশ করছে। মাদক প্রবেশ করার রুটগুলো নিয়ে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সঙ্গে আলোচনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এতে মাদক প্রবেশের রুটগুলো বন্ধ করতে দুই দেশ সম্মত হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে রিয়েল টাইম তথ্য আদান-প্রদানের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মহাপরিচালক পর্যায়ে ৭ম দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে এবারের সভা অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভা শেষে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক আব্দুস সবুর মন্ডল।