ঢাকার রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, অপরধ তদন্ত বিভাগ (সিআইডি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলবে।
পীর দিল্লুর ও তার প্রতিষ্ঠানের সম্পদ নির্ণয়, সম্পদের উৎস এবং তার পৃষ্ঠপোষকতায় কোনো জঙ্গি সংগঠন আছে কি না, তা খতিয়ে দেখতে হাই কোর্টের আদেশ বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।
হাই কোর্টের আদেশ স্থগিতের জন্য যে আবেদন হয়েছিল, মঙ্গলবার তা খারিজ করে দিয়েছে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন চার সদস্যের ভার্চুয়াল আপিল বেঞ্চ।