রোহিঙ্গা ক্যাম্পে সন্ধ্যা নামলেই আতঙ্ক

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১, ১৮:৫৭

আজিজ খানের কাছে রাতের সময়টা এখনও সবচেয়ে ভয়ংকর। ২০১৭ সালের এক রাতে মিয়ানমারের মংডুতে সামরিক বাহিনীর দেওয়া আগুনে নিজের বাড়ি পুড়ে ছাই হয়ে যেতে দেখেছিলেন আজিজ। জীবন বাঁচাতে পাহাড়-নাফ নদী পেরিয়ে চলে এসেছিলেন বাংলাদেশের কুতুপালং ক্যাম্পে। জীবন থেকে সংগ্রামের অধ্যায় মুছে না গেলেও, ক্যাম্পকে নিরাপদ মনে করেছিলেন তিনি। কিন্তু অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনাকীর্ণ ক্যাম্পের রাতগুলোও ভয়ংকর হয়ে উঠেছে।


আজিজ সম্প্রতি দ্য ডেইলি স্টারকে বলেন, 'যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বলে আমরা প্রতিটা রাত আক্রমণের ভয়ে কাটিয়ে দিই। নিরাপদ আশ্রয় (রোহিঙ্গা শিবির) ক্রমেই আমাদের জন্য অনিরাপদ হয়ে উঠছে। আমরা জীবন বাঁচাতে মিয়ানমার ছেড়েছি। কিন্তু এখনও ভয়ের মধ্যে বসবাস করছি।'


তিনি আরও বলেন, 'আমরা রোহিঙ্গারা নিজেরাই নিজেদের শত্রু। কিছু অপরাধীর কারণে ক্যাম্পের পরিবেশ ভীতিকর হয়ে উঠেছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় মিয়ানমারের ৪০০ চাকমা

প্রথম আলো | ঘুমধুম ইউনিয়ন পরিষদ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
২ মাস, ৩ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us