অনেক ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প অবশেষে সোশ্যাল মিডিয়ার জগতে প্রবেশ করছেন। নানা চড়াই-উৎরাইয়ের পর ট্রাম্প গত বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ গঠনের ঘোষণা দিলেন। তার ভাষায়, এটি ‘বিগ টেকের’ (ফেইসবুক, টুইটার ইত্যাদি) অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরই এক প্রচেষ্টা। এ সাইটের পোস্টগুলোকে বলা হবে ‘টুইট ট্রুথ’। ট্রাম্প বলেন, তিনি খুব শিগগিরই ট্রুথ সোশ্যালে নিজের চিন্তাভাবনা শেয়ার করতে এবং বিগ টেকের বিরুদ্ধে লড়াই করতে পারবেন বলে উচ্ছ্বসিত।