দলের নেতা এলেই খোলে কার্যালয়। তা না হলে অফিসে জমতে থাকে ধুলোবালি। মাঝে মধ্যে দফতরের কাজে যুক্ত কেউ এলেও দলের দলিল-সংবাদ বিজ্ঞপ্তি কিংবা অন্যকিছু কম্পোজসহ দাফতরিক কাজ সারতে হয় বাইরের সাধারণ দোকানে। ২০ দলীয় জোটে এমন দলের সংখ্যা কম নয়। এ তালিকায় উল্লেখযোগ্য কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ ইসলামিক পার্টি প্রভৃতি। সরেজমিনে এসব দলের কার্যালয়ে গিয়ে এই চিত্র দেখা যায়।