রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব দিকে মসজিদ গলি। এর শেষ প্রান্তে ৮৫-৮৫/১ নয়াপল্টন। আটতলা ভবনটির নিচতলার সামনের দিকে খাবারের হোটেল, ফার্মেসি ও ফ্লেক্সিলোডের দোকান। ভেতরের অংশে দুই পাশে প্রিন্টিং প্রেস পেরিয়ে ওপরে ওঠার সিঁড়ি। দ্বিতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত প্রতিটি তলায় মাঝখানে করিডোর আর দুই পাশে ছোট-ছোট রুম। তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম তলায় পৃথক তিনটি কক্ষে পরিচালিত হচ্ছে ২০ দলীয় জোটের তিন শরিক দলের রাজনৈতিক কার্যক্রম। এগুলো হলো- সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন বাংলা কল্যাণ পার্টি, খন্দকার লুৎফুর রহমানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা-লুৎফুর) এবং মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি।