আশার নাম সাকিব–মোস্তাফিজ

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ১৮:০৮

ইএসপিএন ক্রিকইনফোর একটি টুইটের দিকে দৃষ্টি রাখা যাক। আইপিএলের ‘এলিমিনেটর’ থেকে বিদায় নেওয়ার শঙ্কায় তখন কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে দরকার ৭ রান। কাগজে-কলমে হয়তো অত বড় লক্ষ্য নয়, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল ও জর্জ গারটন যেভাবে আগের পাঁচ ওভারে কলকাতাকে চেপে ধরেছিলেন, সেটি মনে রাখলে উইকেটে থাকা কলকাতার দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান-এওইন মরগানের কাছে ওই সাত রানই পর্বতসমান মনে হওয়ার কথা।


কিন্তু গলায় শক্ত হয়ে বসে যাওয়া ফাঁসটা কী দুর্দান্তভাবেই না আলগা করলেন সাকিব! ড্যান ক্রিশ্চিয়ানের করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলটা স্কুপ প্যাডল করে সীমানাছাড়া করলেন, মহামূল্যবান চারটি রান যুক্ত হলো স্কোরবোর্ডে। পরের তিন বলে তিন রান করতে বেগ পেতে হলো না এই জুটির। ম্যাচ শেষে সাকিবের দুশ্চিন্তামুক্তির বাউন্ডারি নিয়ে আলোচনা হলো অনেক। সে কারণেই ইএসপিএন ক্রিকইনফো লিখল, ‘সাকিব আল হাসান, কী দুর্দান্ত স্নায়ু! অসাধারণ!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us