মুশফিকের ফর্মে ফেরা সময়ের ব্যাপার : মাহমুদউল্লাহ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ২২:২৭

সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের উইকেটরক্ষকের দায়িত্ব ছেড়েছেন মুশফিকুর রহিম। তার আগে থেকে নিজ ব্যাটে ছন্দ খুঁজে পাচ্ছেন না। কুড়ি ওভারের প্রতিযোগিতায় পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন দু’বছরের বেশি হয়ে গেছে। এই ফরম্যাটের শেষ ৮টি আন্তর্জাতিক ম্যাচে তার ব্যক্তিগত সর্বোচ্চ ২০ রান। আসন্ন বিশ্বকাপের আগে তিনটি প্রস্তুতি ম্যাচেও রান পাননি। তবে মুশফিকের বর্তমান ফর্ম নিয়ে একেবারেই ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


বিশ্বকাপের ম্যাচে আগামীকাল (রোববার) স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে মুশফিকের হয়ে ব্যাট করলেন টাইগার দলপতি। সেখানে মাহমুদউল্লাহ বললেন, ‘আমরা সবাই জানি মুশফিক দলে কতটা মূল্যবান। এই ফরম্যাটে অনেক সময় অনেক ক্রিকেটারের ৩-৪ ম্যাচ খারাপ যেতে পারে। ওর মতো খেলোয়াড় সম্পর্কে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। বিগত বছরগুলোতে প্রমাণ করেছে ও চ্যাম্পিয়ন খেলোয়াড়। আমাদের সবার ওর প্রতি সাপোর্ট আছে। আমি বিশ্বাস করি দলের প্রয়োজনে যথাসময়ে ফিরে আসবে, এটা শুধু সময়ের ব্যাপার।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

‘কোনো কথা হবে না—মাইর, মাইর’ : হৃদয়কে মাহমুদউল্লাহ

প্রথম আলো | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৮ মাস আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us