ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, তিনিই দলের পূর্ণ-কালীন সভাপতি। শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি। দলের ভেতরের সমালোচক— বিশেষ করে জি২৩ নেতাদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
কংগ্রেসের জি২৩ নেতারা এক বছরেরও বেশি সময় ধরে সাংগঠনিক পরিবর্তন, ‘দৃশ্যমান এবং কার্যকর নেতৃত্ব’ নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছে। কংগ্রেসের সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষ ওয়ার্কিং কমিটির বৈঠকে দেওয়া বক্তৃতায় সোনিয়া গান্ধী বলেন, ‘আমি সবসময় খোলামেলা কথা বলার প্রশংসা করেছি। গণমাধ্যমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলার দরকার নেই।’