রাজধানীর শাহবাগে সরকারিভাবে চালু হওয়া দেশের প্রথম শিশুপার্কটি গত আড়াই বছরের বেশি সময় ধরে বন্ধ আছে। এতে বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশু–কিশোরেরা। প্রকল্প অনুমোদনসংক্রান্ত জটিলতার কারণে এখন পর্যন্ত নতুন করে শিশুপার্কের উন্নয়নে কাজই শুরু হয়নি। আগামী তিন বছরেও এই পার্ক চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এত দিনে হয়তো পার্কটি চালু হয়েছে—এমন ধারণা থেকে সন্তানদের নিয়ে প্রতিদিনই পার্কে আসছেন অনেকে। তবে এটি চালু না হওয়ায় আক্ষেপ নিয়েই ফিরে যাচ্ছেন তাঁরা। যেমন গত সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে পার্কে এসেছিলেন সেন্ট্রাল রোডের বাসিন্দা আনোয়ার হোসেন। বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করলেন।