কলকাতা নাইট রাইডার্স আইপিএল-এর ফাইনালে। কিন্তু তার মধ্যেও খারাপ খবর দীনেশ কার্তিককে নিয়ে। তাঁকে তিরস্কার করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে আইপিএল-এর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএল-এর আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘন করেছেন দীনেশ কার্তিক। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি। এটি লেভেল ১ অপরাধ। লেভেল ১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’