কতদূর যেতে হবে ভূমিকা বদলের আশায়

সমকাল সুধীর সাহা প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ০৯:৩৩

ভারতের একটি বিজ্ঞাপন দিয়েই শুরু করি। ১৯৯৪ সালের কথা। ক্রিকেট খেলার মাঠ। ব্যাটসম্যানের স্কোর বোর্ড বলছে ৯৯। এই মোক্ষম সময়ে ছক্কা হাঁকালেন ব্যাটসম্যান। ক্যামেরা তাক করল এক তরুণীর দিকে। হাতে ধরা চকলেট, রুদ্ধশ্বাস মুহূর্ত। তরুণী ছুটে গেলেন গ্যালারি পেরিয়ে প্যাভিলিয়ন টপকে, নিরাপত্তারক্ষীকে ডজ করে নাচতে নাচতে। সবাইকে হতভম্ব করে মেয়েটি আলিঙ্গন করে বসে সেই সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানকে, তার প্রেমিককে।


জনপ্রিয় চকলেট সংস্থার একটি বিজ্ঞাপন। সে সময়ে আপামর জনতার হৃদয়ে দোলা দেওয়া বিজ্ঞাপনটি আবারও ফিরে এলো ২০২১ সালে। প্রতিটি ফ্রেমই এক। চকলেটের বিজ্ঞাপন এবারও। শুধু কুশীলবদের অবস্থান বদলে গেল। এবার ছক্কা হাঁকিয়েছেন এক নারী খেলোয়াড়। একইভাবে একছুটে গ্যালারি পেরিয়ে, প্যাভিলিয়ন টপকে, নিরাপত্তারক্ষীকে ডজ করে এগিয়ে যান এক তরুণ। সেঞ্চুরি হাঁকানো বান্ধবীকে জড়িয়ে ধরেন। এটাকে বলে 'রোল রিভার্সাল' বা 'জেন্ডার সোয়াপ'- বদলে যাওয়া নারী-পুরুষের ভূমিকা। এ তো বিজ্ঞাপনের কথা! বাস্তব জীবনে ভূমিকা বদল হয়েছে কি?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us