আসবাব রপ্তানিতে শীর্ষে থাকা দেশীয় কোম্পানি হাতিলের ২২টি শোরুম আছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, কোনো কোম্পানি বিদেশে তাদের লিয়াজোঁ অফিসের খরচ মেটাতে বছরে ৩০ হাজার মার্কিন ডলার নিতে পারে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা মানতে গিয়ে হিমশিম খেতে হয় হাতিলের। কারণ, এতগুলো শোরুমের ভাড়া, কর্মচারীদের বেতন–ভাতাসহ অন্যান্য খরচ হয় আরও বেশি। তাই কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনার সংশোধন চেয়েছে হাতিল।